দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে -খাদ্য উপদেষ্টা

 দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে -খাদ্য উপদেষ্টা

 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা  সম্পর্কে  খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।


খাদ্য উপদেষ্টা এসময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি দেশের মানুষের জন্য  নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

সূত্রঃপিআইডি