দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল ৪৪টি: তথ্যমন্ত্রী

দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল ৪৪টি: তথ্যমন্ত্রী

বর্তমানে দেশে ৪৪টি অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও বলেন, বেসরকারি টিভি চ্যানেল স্থাপনের জন্য কোনো আবেদন চাওয়া হয়নি। নতুন বেসরকারি টিভি চ্যানেল অনুমোদনের কোনো প্রক্রিয়া চলমান নেই।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব তথ্য জানান। 

বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে জঙ্গী তৎপড়াতার সাথে যুব সমাজ ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ যেন জড়িত হতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনসহ সকল ইলেট্রিনিক ও প্রিন্ট মিডিয়া জাতীয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনসাধরণকে উদ্ধুদ্ধকরণসহ জঙ্গি তৎপড়তার বিরুদ্ধে বিপুল জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত