ফ্যাশনিস্তা মোদি
দেশের মাটিতে তিনি চোস্ত আর পাঞ্জাবি পরেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক অনুষ্ঠানে তাকে দেখা গেল ভিন্ন সাজে। গায়ে ‘ফুল-ফুল’ ছাপ সিল্কের বাহারি হাওয়াই শার্ট, সঙ্গে ফর্মাল প্যান্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন হয়ে উঠলেন ফ্যাশন আইকন।
ঝকঝকে ত্বক আর পোশাকই বলে দেয় নিজেকে নিয়ে মোদি যথেষ্ট সচেতন। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন দিল্লিতে আসেন, সেই সময়ও মোদির ‘স্যুট’ উঠে আসে আলোচনায়। সেই ‘স্যুট’-এ মোদির নিজের নাম লেখা ছিল উজ্জ্বল সুতা দিয়ে। এবার ইন্দোনেশিয়া সফরে গিয়ে মোদির পোশাক যেন প্রচারের আলো শুষে নিল।
আনন্দবাজার পত্রিকা জানায়, ২৯ মে শুরু হয়েছে মোদির ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফর। জাকার্তায় প্রবাসী ভারতীয়দের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত বদলে যাচ্ছে। একবিংশ শতকের আশা-প্রত্যাশা নিয়ে চলার জন্য ভারতবর্ষকে নতুন চেহারা দেওয়া হচ্ছে।’ প্রধানমন্ত্রী যখন এ কথা বলেন, সেই সময় তার পোশাকেও নতুনত্ব।
ইন্দোনেশিয়া সফরে গিয়ে দেশটির বিখ্যাত বাটিক কাজের শার্ট পরেননি-এমন লোকের নাকি দেখা মেলে না। সেই তালিকায় এবার যোগ হলো মোদির নাম। জাকার্তার অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী বছর ইলাহাবাদে কুম্ভমেলা। সেই সময় ভারতে আসার জন্য প্রত্যেকের আমন্ত্রণ রইল।’
সূত্র ও ছবিঃ দৈনিক সমকাল