বিএনপি নেতারা চান না তারেক জিয়া দেশে আসুক: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিএনপি একেক দিন একেক কথা বলছে। বিএনপি নেতারাও চান না তারেক জিয়া দেশে আসুন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দুপুরে চারটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজের উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়েছে। তিনি দণ্ডপ্রাপ্ত, আবার পলাতক। সাহস থাকে তো বাংলাদেশে আসুন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জেল-জুলুম-রাজপথ যাঁরা মোকাবিলা করতে পারেন না, এই বাংলার মাটিতে তাঁরা কোনো দিন নেতা হতে পারবেন না। তারেক জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। সেই কাগজ আমাদের কাছে আছে।’
সরকার তারেক জিয়াকে দেশে আনতে পারবে না, বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তার মানে উনি দেশে থাকবেন না। তার মানে বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুন।
বিএনপি এখন শুধু নালিশ করে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গত নয় বছরে দেশে যা কাজ হয়েছে, তার সঙ্গে ভালো আচরণ যুক্ত হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো
ছবিঃ সংগৃহীত