খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাবেক একজন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে জেল কোড অনুযায়ী তিনি সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। কারাবিধি ও জেল কোড অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার সব পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ নেই। কেবল আদালতের নির্দেশনা পেলে তিনি সেই সুযোগ পাবেন।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার অবহেলা করছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে লাগামহীন বক্তব্য দেবেন না। চিকিৎসা নিয়ে কোনো রাজনীতি করা ঠিক নয়। চিকিৎসকদের প্রতি আস্থা রাখুন। সরকারি-বেসরকারি হাসপাতালের সব চিকিৎসকই দায়িত্ব নিয়ে কাজ করেন।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগ দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
সূত্রঃ দৈনিক সমকাল
ছবিঃ সংগৃহীত