বিএনপি ভুলের চোরাবালিতে আটকে গেছে: কাদের
'নেতিবাচক' রাজনীতির কারণে বিএনপি 'ভুলের চোরাবালিতে' আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বাজার এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে সেখানে পাকা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির অতীতের রাজনীতি ছিল সহিংসতার রাজনীতি। তাই জনগণ তাদের প্রত্যাখান করেছে। আর বিএনপির রাজনীতি নেতিবাচক, তাই তারা ভুলের চোরাবালিতে আটকে গেছে।'
তিনি বলেন, মুন্সীগঞ্জের মানুষের দুর্ভাগ্য— অতীতে এ জেলার অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ছিল। কিন্তু এখানে থাকা প্রায় শতাধিক বেইলি ব্রিজের কোনো উন্নয়ন করেনি। শেখ হাসিনার নেতুত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলো ভেঙে সেখানে আর সিসি পিলারে পাকা সেতু নির্মাণের কাজ শুরু করেছে।
এরইমধ্যে ২০টি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় সেগুলো যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, 'বর্তমানে ২৯টি ব্রিজের নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামী বছরে বাকি ব্রিজগুলোর নির্মাণ কাজ শুরু করতে প্রক্রিয়া চলছে।'
সড়ক ও জনপথ বিভাগের ঢাকা ও মুন্সীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সূত্রঃ দৈনিক সমকাল
ছবিঃ দৈনিক সমকাল