অনেক সময় আগুন লাগলে পানি পাওয়া যায় না: প্রধানমন্ত্রী
এখন শহরে অনেক সময় আগুন লাগলে পানি পাওয়া যায় না। আগে পান্থপথে একটা বিল ছিল। কিন্তু বিল ভরাট করে নগরায়ণ করার ফলে বসুন্ধরা শপিং মলে আগুন লাগার পর পানি পেতে কষ্ট হয়েছে, পরে সোনারগাও সুইমিং পুল থেকে পানি নিয়ে আগুন নেভানো হয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের দেশে পানি নিয়ে হাহাকার নেই। বাংলাদেশে প্রায় ৮৪ শতাংশ মানুষ সুপেয় পানি পান করতে পারে। কিন্তু যত নগরায়ন আসছে, প্রযুক্তি ব্যবহারে নদীর দূষণ বাড়ছে। অপরিকল্পিত নগরায়নের ফলে অনেক সময় বিল, পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয় তাই অনেক সময় প্রয়োজনীয় পানিও পাওয়া যায় না।
এই বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবসটি বাংলাদেশ পালন করছে ২৭ মার্চ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্যে উদযাপনের জন্য এবারের আয়োজন যথাসময় করতে পারেনি বাংলাদেশ।
ছবি ও সংবাদ-চ্যানেল আই