ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধন আত্মার :নাসিম

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধন আত্মার :নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মার বন্ধন, রক্তের বন্ধন। দুই দেশের মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই এ বন্ধনকে কখনোই ছিন্ন করা যাবে না। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে নষ্ট করতে অনেক চক্রান্ত হয়েছে। কিন্তু সেই চক্রান্ত ফলপ্রসূ হয়নি। বন্ধুত্বই টিকে আছে। দুদেশের এ সম্পর্ক দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাবে।

গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকার ভারতীয় হাই কমিশন আয়োজিত ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) কর্মসূচি এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের সুসময়   ও দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশ আত্মবিশ্বাসী একটি দেশ হিসেবে উঠে দাঁড়াচ্ছে। ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের কাতারে উঠে আসছে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় ভারত সবসময় বন্ধু হিসেবে পাশে থাকবে। ভারতীয় হাইকমিশনার আরো জানান, ২০০৭ সাল থেকে আইটেক কর্মসূচির অধীনে সাড়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি তরুণ পেশাজীবী ভারতে এ ধরনের বিশেষায়িত কোর্স সম্পন্ন করেছেন। ভারত সরকার ১৯৭২ সাল থেকে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। চিকিত্সা শাস্ত্র ছাড়া স্নাতক থেকে পোস্ট ডক্টরাল পর্যায়ে সকল বিষয়ে আইসিসিআর বৃত্তি দেয়া হয়। এ পর্যন্ত ভারতে অধ্যয়নের জন্য ৩ হাজার ২০০ এর বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে আইসিসিআর শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

ছবিঃ সংগৃহীত